Tuesday, March 3, 2020

😞অভিমান😞

#অভিমান
#সুইট
__কেমন আছো?
__ভালো থাকার চেষ্ট করে যাচ্ছি।তুমি কেমন
আছো?
__আছি এক রকম, তুমি আর আগের মত মেসেজ
দাও না যে!
__অধিকার নেই তাই;;
__কেন?কি হয়েছে যে অধিকার নেই,আগে তো
সারাক্ষণ শাসন করতে এখন কর না কেন?
__ওই যে বললাম অধিকার নেই বলে।
__ও কেন অধিকার নেই বলো শুনি।
__কেউ একজন কেড়ে নিয়েছে, শুধু তোমার
আইডিটা চোখের সামনে ভাসে কিন্তু মেসেজ
করার সাহস হয়ে উঠে না।
__তা হঠাৎ কি মনে করে এতদিন পরে ফোন
দিলে,
দেখতে এসেছো আমি সুখে আছি না দুঃখে।
__না আসলে তোমাকে একটা কথা জানানোর
জন্য ফোন করেছি।
__ও কি কথা বলো শুনি,,
__হঠাৎ করেই আমার বিয়ে হয়ে গেছে
ব্রেকয়াপের কিছুদিন পর,,
__ও অভিনন্দন তোমার বিবাহিত জীবন সুন্দর ও
সুখের হোক।
__তুমি খুশি হয়েছো
__হ্যাঁ!কেন হব না এতো বড় একটা খুশির খবর
দিলে খুশি না হয়ে পারি,অবশ্য তোমার
বিয়ের দিন গিয়েছিলাম বিনা দাওয়াতে
কেউ জানে না।
__আমি ভেবেছিলাম তুমি কৈফিয়ত
চাইবে,,তবে বিশ্বাস করো ব্রেকয়াপের পরে
যদি তুমি একবার বলতে আমাকে ফিরে আসার
জন্য আমি সব বাধা পেরিয়ে আসতাম কিন্তু
তুমি বলনি তাই আমি রাগ করে বিয়ে করে
ফেলেছি।
__ভালো করেছো কৈফিয়ত নেবার কোন ইচ্ছে
আমার নেই কিন্তু আমিও তোমার অপেক্ষায়
ছিলাম।
__কেন? কি করেছো কৈফিয়ত নেবার ইচ্ছে
গুলো,,
__তুমি যেদিন থেকে ছেড়ে চলে গেছো
সেদিন থেকে আমি একটা পাথরের মূর্তি হয়ে
গেছি।
জানো এখন আর আমার চোখ দিয়ে পানি ঝরে
না,এখন বালিস ও ভেজে না।
__বলেছিলাম না তুমি আমার থেকেও ভালো
ছেলে পাবে,আর সে তোমায় এত পরিমাণ
ভালবাসবে যে আমার কথা তোমার মনেই
পড়বে না।
__তুমি থামবে!
__হ্যাঁ থেমেই তো ছিলাম এই দীর্ঘ পাঁচটি
বছর।
__আচ্ছা তোমার বউ বাচ্চা কেমন আছে।
__এখন ও বিয়ে করা হয়নি,,
__কেন?
__ইচ্ছে করেনি তাই।
__আমি ফিরে আসলে তুমি কি আমাকে গ্রহন
করবে;;
__নাহ্!
__নাহ্ কেন?
__কারন আমি এতো টাও ছোট মনের মানুষ না
যে অন্যের সাজানো সংসার ভেঙ্গে দিয়ে
নিজের সংসার সাজাব।
__এখনো আগের মতই এক রোখা তার রাগি
থেকেই গেলে।
__ এসব যে আমার রক্তে মিশে আছে।
__জানো আমার ছেলে মেয়ের নাম তোমার
পছন্দের নাম গুলাই রেখেছি নীল,আর নীলা।
__ও খুব ভালো করেছো!
__তুমি ও এবার একটা বিয়ে করে সংসার জীবন
শুরু করে দাও বয়স তো আর কম হলো না।
__আর বিয়ে করব না ভাবছি চিরকুমার থেকে
যাবো।
__কেন?
__কারন তুমি যাবার সময় তোমার সামনে আমি
প্রতিজ্ঞা করেছিলাম মনে আছে।
__হ্যাঁ!
__যে আমার এই বুকে তুমি ছাড়া মৃত্যুর আগ
পর্যন্ত আর কেউ ঠাঁই পাবে না।
_______সমাপ্ত....….…...........

No comments:

Post a Comment