মেয়ে::----তুমি হঠাৎ আসো অনলাইনে, আবার
হঠাৎ চলে যাও। বলে যাও না কেন?
ছেলে::----আমি কি হজ করতে যাই নাকি?
এত বারবার বলার কি আছে?
মেয়ে::----উফ! অসহ্য!
ছেলে::----কি অসহ্য?
মেয়ে::----তোমার মাথা!
ছেলে::----অ
মেয়ে::---আবার অ? বলছি না ও বলবা?
ছেলে::----অ! সরি! ও।
মেয়ে::----তুমি সেদিন বাসের মধ্যে আমার
বান্ধবী ইরা কে কি বলছো?
ছেলে::----বলছি আমার ১০০০ টাকার নোট।
খুচরো নাই। ভাড়া দিয়ে দেন।
মেয়ে::----উফ! এটা না। ও নাকি ইঞ্জিনের
ওপর বসে ছিলো আর তুমি সামনের সিটে?
ছেলে::----হ্যাঁ। তারপর ইরা বলল ভাইয়া
আসেন অদলবদল করি। খুব গরম লাগছে
ইঞ্জিনের
ওপর গদিটায়।
মেয়ে::----আর তুমি কি করলা?
ছেলে::----আমি আমার ব্যাগ থেকে পানির
বোতল বের করে দিলাম যাতে ইঞ্জিনের
ওপর সিটে ঢেলে দিয়ে তারপর বসে।
মেয়ে::----ওই! তুমি মানুষ হবা না? বাসের সব
মানুষ হেসে ফেলছে! ইরা মাইন্ড করছে খুব।
ছেলে::----মাইন্ড করলে আমার কি?
মেয়ে::----তোমার কি মানে? ও আমার
বান্ধবী।
আর তোমাকে না বলছিলাম ভাইয়ার সাথে
দেখা করতে।
ভাইয়া তোমাকে দেখবে বলেছে। দেখা
করেছো?
ছেলে::----আমি কি চিড়িয়াখানার জন্তু?
দেখার কি আছে?
মেয়ে::----উফ! আমি ভাইদের একমাত্র বোন।
তারা কি না দেখেই আমাকে বিয়ে দিবে?
ছেলে::----দেখবে না কেন? তারা কি অন্ধ
নাকি?
মেয়ে::----অসহ্য! তুমি তোমার বাবা মা কে
বলেছো আমার কথা?
ছেলে::----উনারা কানে শোনেন না!
মেয়ে::----সে কি! কবে থেকে?
ছেলে::----যেদিন আমাকে বাসায় বিয়ের
কথা বলতে বলছো সেদিন থেকে।
মেয়ে::----ওহ! খোদা! তুমি মানুষ হবা না?
ছেলে::----আমি কি অমানুষ নাকি?
মেয়ে::----উফ! তোমায় নিয়ে আর পারি না!
ছেলে::----আমার সাথে পেরে ওঠার এত শখ
কেন?
মেয়ে::----শখ না খায়েশ।
ছেলে::----কিসের খায়েশ?
মেয়ে::----তোমার চুলগুলো টেনে
তোলার।
ছেলে::----তোমার সামনে এলে তো তুলবা!
মেয়ে::----কতদিন না এসে থাকবা?
ছেলে::----যতদিন তোমার বাপে যৌতুক
দিতে রাজি না হয়!
মেয়ে::----অই!
ছেলে::----কি?
মেয়ে::----তোমাকে কিন্তু চাবাইয়া
খেয়ে ফেলব যদি সামনে পাই!
ছেলে::----কয়দিন হলো ভাত খাও না?
মেয়ে::---- উফ!তোমার কি কিছুতেই
সিরিয়াসনেস নাই?
ছেলে::----আছে তো।
মেয়ে::----কিসে?
ছেলে::----অই যে কছিম মামার সাথে লুডু
খেলার সময়।
মেয়ে::----আমার অন্য জায়গায় বিয়ে হয়ে
গেলে বুঝবা!
কি করবা তখন? হু?
ছেলে::----ভিক্ষুককে টাকা দিবো।
মেয়ে::----কেন?
ছেলে::----আমাকে চিবিয়ে চিবিয়ে
খেতে পারবা না তাই!
মেয়ে::---খোদা! পায়ে ধরি! মাফ চাই!
ভালোভাবে কথা বলো প্লিজ! প্লিজ!
ছেলে::---- আশে পাশে কেউ নাই তো। কার
সাথে বলবো?
মেয়ে::----আমার সাথে?
ছেলে::----তোমাকে তো ম্যাসেজ লিখি!
মেয়ে::----জান বলছি! প্লিজ এমন করে না।
ছেলে::----কেমন করি?
মেয়ে::----উফ! অসহ্য! আমার মাথা! মুণ্ডু! মুড়ি
খাও তুমি বসে বসে!
ছেলে::----তুমি ভেজে দিও তাহলে।
বয়ামে ভরে রাখবনি।
মেয়ে::----শয়তান! তোকে যদি সামনে
পাইতাম...!
আচ্ছা বাবু আসো আজ বিকেলে দেখা করি
একটু?
বি:দ্র: যারা গল্প পরেন বা গল্প
পোরতে ভালবাসেন এমন কেউ যদি থেকে
থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি
তাদের কে আমার ফ্রেন্ড লিস্টে রাখতে চাই।
যদিরিকু দিতে প্রব্লেম হয় তাহলে আমি নিজে
রিকু দেবো। কিন্তু আমি রিকু করার পর রিকু
এক্সেপ্ট করতে হবে। আর যদি আপনি রিকু দিন
তাহলে একটু অপেক্ষা করতে হবে আমার
এক্সেপ্ট করতে একটু সময় লাগবে bcz আমি
always fbte atv থাকি না ।
ধন্যবাদ
ছেলে::----নাহ!
মেয়ে::----কেন?
ছেলে::----তুমি মাইর দিবা!
মেয়ে::----নাহ। দিব না। দরকার আছে একটু
প্লিজ?
ছেলে::----আমার সময় নাই বিকেলে।
মেয়ে::----কেন কি করবা?
ছেলে::----ওই তো আমাদের বাড়িওয়ালার
মেয়ে
Next part
ReplyDelete